এম এনাম হোসেন :
চট্টগ্রামের রাউজানে শিক্ষা ও শিক্ষার্থী নিয়ে কাজ করা ব্যতিক্রমী সংগঠন সেন্ট্রাল বয়েজ অব রাউজান এর সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
সেন্ট্রাল বয়েজ অব রাউজানের দ্বিতীয় প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে সংগঠনের উপদেষ্টা ও ফ্লামিংগো ট্যুরস এন্ড ট্রাভেলস এর ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ গনি নয়নের সৌজন্যে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৭ হাজার শিক্ষা সামগ্রী বিতরণ উপলক্ষে এই সংবাদ সম্মেলন অায়োজন করা হয়।
উপজেলা সদরস্থ সেন্ট্রাল বয়েজ অব রাউজান কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো: সাইদুল ইসলাম।
উক্ত সংবাদ সম্মেলনে জানানো হয়,আগামী ১২-ফেব্রুয়ারী রাউজান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ৭ হাজার শিক্ষা সামগ্রী ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হবে। এর মধ্যে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২ হাজার ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের অানুষ্ঠানিক উদ্বোধন করবেন, বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
এরপর পুরো মাস ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে। শিক্ষা সামগ্রীর মধ্যে একজন শিক্ষার্থীর জন্য রয়েছে ৬টি খাতা, ৬টি কলম, ২টি পেন্সিল, ১টি স্কেল, ১টি রাবার, ১টি কাটার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী আবদুল্লাহ্ আল মামুন, ফ্লামিংগো ট্যুরস এন্ড ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ গনি নয়ন, সংগঠনের শুভাকাঙ্ক্ষী সিরাজুল মুমিন শাওন, শাফায়াত মামুন খাঁন, সংগঠনের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব, অর্থ সম্পাদক শাহরিয়ার আলম সাকিব, দপ্তর সম্পাদক অর্জন বড়ুয়া, আবুল হাসনাত জিকু, রাকিব জাহাঙ্গীর, মনির খাঁন ইম্পু, মিজানুর রজমান, তাজনবী ইমন, সাকিব আব্দুল্লাহ, তানভীর হাসান ফাহিমসহ প্রমূখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।