হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টৈকনাফের শাহপরীরদ্বীপ বালুর চর থেকে বিজিবি ৩০ লক্ষ টাকা মুল্যের ১০ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান ‘বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের মাধ্যমে জানা যায় সাবরাং ইউপিস্থ শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া ঘাট এলাকায় পরিত্যক্ত নৌকা অথবা বালুর চরে ইয়াবার একটি চালান লুকায়িত অবস্থায় থাকতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপির নায়েক মোঃ বিদ্যুৎ হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ৩ ফেব্রুয়ারি বিকালে বর্ণিত এলাকায় গমন করতঃ তল্লাশী অভিযান পরিচালনা করে। তল্লাশী চলাকালীন পরিত্যক্ত নৌকার পার্শ্বে টহল দল একটি বালুর স্তুপ দেখতে পেয়ে উক্ত স্থানের বালু অন্যত্র সরানোর পর পলিথিন দ্বারা মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। পরবর্তীতে টহল দল উক্ত প্যাকেটটি খুলে গণনা করে ৩০ লক্ষ টাকা মূলমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্ধতন কর্মকর্তা, বেসামরিক প্রশাসন, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে’।