কুতুবদিয়া সংবাদদাতা:
কুতুবদিয়ায় জামায়াতের ৭ নেতা কর্মীকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ।
২ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৩ টায় উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের শুকলাল পাড়া জামে মসজিদ সংলগ্ন ফোরকানিয়া মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে।
আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ মামলার রায় নিয়ে নাশকতার জন্য গোপনে বৈঠক করছিল বলে পুলিশ দাবী করেছে।
আটককৃতরা হলো- বড়ঘোপ ইউনিয়নের মগডেইল গ্রামের শামসুল আলমের ছেলে মৌলভী মোহাম্মদ আক্কাস প্রকাশ ওয়াক্কাস (৩৭), দক্ষিণ ধূরুং ইউনিয়নের আলী ফকির ডেইল গ্রামের শাহাদত হেসেনের ছেলে সাইদুল মনির (৩৬), নুরার পাড়া গ্রামের নুর আহাম্মদের ছেলে শফিউল আলম নুরী (৪৫), নয়াপাড়া গ্রামের ছাবের আহাম্মদের ছেলে রবিউল হোসেন (২৮), মুছা সিকদার পাড়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে শাহাদত কবির (৩৮), উত্তর ধূরুং ইউনিয়নের কুইল্যার পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুর রহমান (২৮) ও লেমশীখালী ইউনিয়নের কাইচ্চাখালী গ্রামের মোহাম্মদ ইদ্রিসের ছেলে সাইদুল হক সাইদ (২২)।
তাদের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, নাশকতার পরিকল্পনা এবং সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দিদারুল ফেরদৌস।
শনিবার আটককৃত আসামীদের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।