সংবাদদাতা:
রামু উপজেলার কচ্চপিয়া ্ইউনিয়নের বালুবাসা এলাকায় শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে এক অসাহায় পরিবারে জায়গা জমি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফতেঁকারকুল ইউনিয়নের মন্ডল পাড়া এলাকার হাসান হত্যা মামলার ৪নং আসামী কচ্চপিয়া ইউনিয়নের হাজিপাড়া এলাকার মোব¦াশের আহমদের ছেলে আবু তালেব ও বালুবাসা এলাকার মৃত মোহাব্বত আলীর পুত্র আশরাফুজ্জামানের বিরুদ্ধে ্এই অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কচ্চপিয়া ইউনিয়নের বালুবাসা এলাকার সাবেক ওয়ার্ড় আওয়ামী লীগের সভাপতি মৃত জাফর আলমের ছেলে কক্সবাজার আইন কলেজের এল এল বি প্রথম বর্ষের ছাত্র ও গর্জনিয়া বাজারে এস. আলম পোল্ট্রি এন্ড ফিস্ ফিড সেন্টার এর সত্তাধিকারী ব্যবসায়ী মিজানুর রহমান ও তার পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ভোগ দখলিয় জায়গা জমি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আবু তালেব, আশরাফুজ্জামান ও তাদের সন্ত্রাসী বাহিনী।
ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আর এস ১১৪১নং খতিয়ানের মালিক আমার দাদা। আমরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়ে জায়গা জমি দীর্ঘদিন পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছি। হঠাৎ করে কচ্চপিয়া ইউনিয়ন শ্রমিক লীগের নাম ভাঙ্গিয়ে শ্রমিক লীগ নেতা নাম ধারী আবু তালেব ও আশরাফুজ্জামান আমাদেরকে বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে এবং আমদের জায়গা জমি ও মিথ্যা মামলায় জড়ানোর প্রকাশ্য হুমকী দিচ্ছে। বিএস জরিপে ভুলবসত আমাদের খতিয়ানে আশরাফুজ্জামানের নামে ২২০শতক জমি লিপিবদ্ধ হয়। তার মধ্য ১২০ শতক জমি আশরাফুজ্জামান বিক্রি করে দেয়। বাকী ১০০ শতক জমি আশরাফুজ্জামানের বর্তমানে দখলে আছে। আমরা বিএস সংশোধনী মামলাও করেছি। শ্রমিক লীগ নেতা নামধারী আবুতলেবের নাম ও জমি আমাদের খতিয়ানে নেই। আশরাফুজ্জামানের ভাড়াটিয়া হিসাবে আবুতালেব আমদের বিরুদ্ধে লাগছে। এলাকার বিভিন্ন মানুষের জায়গা জমি কেড়ে নেওয়া ও বিভিন্ন মানুষকে হয়রানি করার অভিযোগ তুলেন এলাকাবাসী। আবুতালেব ও আশরাফুজ্জামান অন্যায় ভাবে মিজান ও তার পরিবারকে হয়রানি করার অভিযোগ তুলে আইনগত ব্যবস্তা নেওয়ার দাবি জানান এলাকাবাসী। গত দুই ফেব্রুয়ারী সাংবাদিদের মিথ্যা তথ্য দিয়ে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকায় চতুর্থ পৃষ্টায় চতুর্থ কলামে কচ্চপিয়া শিবির ক্যাড়ার মিজান বাহিনীর নেতৃতে আওয়ামী লীগ পরিবারের বাড়ি ঘর দখল শিরোনামে সংবাদ আমার বিরুদ্ধে ছাপানো হয় । উক্ত মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান মৃত জাফর আলমের পুত্র মিজানুর রহমান । সংবাদে বলা হয়েছে আমি একজন শিবির ক্যাড়ার ও আমি জায়গা জমি কেড়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছি। প্রকৃত ঘটনাকে আড়াল করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালাচ্ছে শ্রমিক লীগ নেতা নামধারী হাসান হত্যা মামলার আসামী আবুতালেব ও আশরাফুজ্জামান। আমি ও আমার পরিবার জন্মগত ভাবে আওয়ামীলীগ পরিবার । আমার ভাই মোঃ শাহজাহান বর্তমানে কচ্চপিয়া ইউনিয়ন তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি। এলাকায় আমাদের সম্মান ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে জোর করে আমাদের সহায় সম্পত্তি কেড়ে নেওয়া তাদের মূল উদ্দেশ্য্। সরজমিনে তদ্দন্ত পূর্বক প্রশাসন ও সাংবাদিকদের অনুরোধ জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্তা নেওয়ার দাবি জানান মিজান ও তার পরিবার।