কালেরকন্ঠ :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান ও নির্বাহী কমিটির সদস্য নাজিমউদ্দিন আলমকে র‌্যাব ধরে নিয়ে গেছে বলে দাবি করেছে দলটির জ্যেষ্ঠ এক নেতা। আজ শুক্রবার রাতে মহাখালী ডিওএইচএসের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে দুই নেতাকে আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে র‌্যাব-পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।