মোহাম্মদে হোসেন, হাটহাজারী:
দেশের প্রচরিত আইনে বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বরেন, এ রায়কে ঘিরে দেশে কোনো সন্ত্রাসী কর্মকান্ড করার সুযোগ নাই। দেশের মানুষ শান্তি চাই অশান্তিতে বসবাস করতে চাই না।
শুক্রবার( ২ ফেব্রুয়ারী) দুপুরে হাটহাজারী মাদ্রাসায় এসে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ্ আহমেদ শফির সাথে সাক্ষাত করেন। এ সময় মাদ্রাসার প্রতিনিধিরা উপস্থিত ছিরেন। সাক্ষাত শেষ করে সংক্ষিপ্ত সময়ে সাংবাদিকদের সাথে তিনি আলাপে উল্লেখিত মন্তব্য করেন। তিনি আরো বলেন, দেশের প্রচলিত আইনে খালেদা জিয়ার বিচার হচ্ছে। এ সব নিয়ে আতঙ্কিত হওয়ার কিছুই নেই। আইনের উর্ধ্বে কেউ না। তবে তিনি হেফাজতে ইসলাম আমিরের সাথে সাক্ষাত করতে এসেছেন বলে জানান। হেফাজতের আমীরের সাথে বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী কওমী মাদ্রাসার স্বীকৃতির বিষয়টি সংসদে উত্থাপনের বিষয়ে আশ্বস্ত করেন। হেফাজতের আমীর দেশ ও জাতির জন্য মোনাজাত করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল ইসলামীয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার বার্ষিক সভায় যান । মন্ত্রীর সাথে ছিরেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব মো. কামাল উদ্দিন, চট্টগ্রামের ডিআইজি ড. মনিরুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) নূরে আলম মিনা প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।