সংবাদ বিজ্ঞপ্তি:
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরায় শুক্রবার বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন- প্রখ্যাত মোফাসসীরে কুরআন মাওলানা মোল্লা নাজিম উদ্দিন।
তিনি বলেন সকল আলেমদের উচিৎ মতপার্থক্য ভুলে গরীব অসহায় দুস্থদের পাশে দাঁড়ানো। আলেমরা সমাজসেবায় এখনো পিছিয়ে আছে।
জাতীর নেতৃত্ব দিতে হলে সমাজিক কাজে আলেমদেরকে আরো বেশী সময় দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- মোল্লা নাজিম উদ্দিনের সহকারী মোঃ আইয়ুব মোল্লা, মাসুদ আলম, লিটন মোল্লা।
এছাড়া এলাকার গম্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শহরের শীতবস্ত্র বিতরণ
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে