ধর্ম যার যার, দেশ সবার : খাইরুল আলম চৌধুরী
ফারুক আহমদ, উখিয়া:
উখিয়ার রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী বলেছেন, ধর্ম যার যার, দেশটা সবার। তাই সকলকে মিলেমিশে সহাবস্থানে থেকে নিজ নিজ ধমীয় মূল্যবোধে বিশ্বাসী হয়ে আদর্শিক উন্নত চরিত্র গঠনের আহবান জানান।
১ ফেব্রুয়ারী রাতে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের “পূর্বররত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের বার্ষিক মিলনমেলা” উপলক্ষে সবুজ চত্ত্বরে উপস্থিতির উদ্দেশ্যে কথা গুলো বলেছেন।
তিনি পূর্বরত্না বৌদ্ধ যুব ঐক্য পরিষদের উন্নয়নমূলক সকল কাজে বিপদে-আপদে পাশে থাকার কথাও বলেন। এ সময় নেতৃবৃন্দ চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। চেয়ারম্যান পরিষদের উন্নয়নে আহবায়ক পিকু বড়ুয়ার হাতে নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ডা: মোক্তার আহমদ, ৮নং ওয়ার্ডের ইউ.পি সদস্য আব্দুল গফুর, সিএসবি ২৪ ডটকমের সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি পলাশ বড়ুয়া, পরিষদের সাবেক উপদেষ্টা সুনন্দ বড়ুয়া, মিন্টু বড়ুয়া, স্বপন বড়ুয়া।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।