ফারুক আহমদ, উখিয়া:

নানা আয়োজনের মধ্যে দিয়ে উখিয়ায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী ও আলোচনা সভা। এ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ”।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) উখিয়া উপজেলা খাদ্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের এক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিকারুজ্জামান চৌধুরী রবিনের নেতৃত্বে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালীটি উখিয়া উপজেলা পরিষদ থেকে প্রধান সড়ক প্রদক্ষীণ করেন।

এ উপলক্ষে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মোর্শেদুল করিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ইকরামুল ছিদ্দিক, কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আলা উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: শওকত হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো: হাসান, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজী, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ও যায়যায়দিন ও দৈনিক কক্সবাজার প্রতিনিধি ফারুক আহমদ, উখিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি গফুর মিয়া চৌধুরী।