মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের আলীকদম থেকে লামা উপজেলা হয়ে সরাসরি ঢাকায় হানিফ এন্টারপ্রাইজের বাস সার্ভিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার দুপুরে লামা বাস স্টেশন চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল। বাস মালিক সমিতির সভাপতি নুরুল হোছাইন কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন বাদশা বিশেষ অতিথি ছিলেন।

শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে বাস চলাচল উদ্বোধন করেন। সরাসরি রাজধানীর সাথে এ পরিবহন চালুর মাধ্যমে এখানকার জনসাধারণ ব্যবসা-বাণিজ্য, উন্নত চিকিৎসা গ্রহণ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার সুযোগ লাভ করবে বলে বক্তারা সভায় মন্তব্য করেন। এর আগের মাসে আলীকদম থেকে লামা হয়ে সরাসরি ঢাকায় শ্যামলী পরিবহনের যাত্রা শুরু হয়।