হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফে এসএসসি ও দাখিল পরীক্ষার ১ম দিন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে এসএসসিতে ৫জন এবং দাখিলে ২জনসহ মোট ৭জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা হতে উপজেলার টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় ও হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শুরু হয়। এতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৬ জন পরীক্ষার্থীদের সকলে অংশ-গ্রহণ করে। কোন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলনা। এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ৩জন ছাত্র ও ১জন ছাত্রীসহ মোট ৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। হোয়াইক্যং আলহাজ¦ আলী-আছিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৫২ জন পরীক্ষার্থীদের মধ্যে ১জন ছাত্রী অনুপস্থিত রয়েছে। এছাড়া দাখিল পরীক্ষার একমাত্র রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৪৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১জন ছাত্র ও ১জন ছাত্রীসহ মোট ২জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এসএসসি ও দাখিলের ৪টি কেন্দ্রে মোট ১ হাজার ৭৩৬ জন পরীক্ষার্থীদের মধ্যে মোট ৭জন পরীক্ষার্থী প্রথম দিন অনুপস্থিত ছিল। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা এসএসসি ও দাখিল পরীক্ষার হল সমুহ পরিদর্শন করেন।
৩ পরীক্ষার্থী আহত :
৩ জন পরিক্ষার্থী মোটর সাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় পরিক্ষায় অংশ নিতে পারেনি। ৩ জনই টেকনাফ পাইলট হাইস্কুলের ছাত্র। এরা হলেন মোঃ রাসেল রোল নং-৫৪৮২২৫, তোফাইল ইসলাম রোল নং-৫৪৮২৩৪, সাইফুল ইসলাম রোল নং-৫৪৮২৪০। পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টানের দিন এ ৩ জন একটি মোটর সাইকেলে করে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। বর্তমানে তারা চট্রগ্রামে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।