শাহী কামরান:
কক্সবাজার সদরের পি.এম.খালীর কৃতি সন্তান শামীম উদ্দীন চৌধুরী সহকারী পরিচালক(গবেষণা) হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। নিজেকে তিনি দেশের একজন গবেষক হিসাবে দেখতে ভালবাসেন। তিনি এলাকা নতুন প্রজম্মের কাছে অনন্য প্রেরণা। সাফল্যের এই ধারাবাহিকতায় তিনি ৩৫ তম বিসিএসে উত্তীর্ন হয়ে কক্সবাজার বাসীর মুখ উজ্জ্বল করেছেন। সারা বাংলাদেশে ৭ম স্থান অধিকার করে অর্থনীতি প্রভাষক হিসেবে দীর্ঘ ৮ মাস নিজের কলেজে যোগদান কর্মরত ছিলেন ।জেলার পি.এম.খালীর চৌধুরী বাড়ির নবিদুল ইসলাম চৌধুরীর সুযোগ্য পুত্র শামীম উদ্দিন চৌধুরী শিক্ষা জীবনে ২০০৪ সনে পিএমখালী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা ও ২০০৬ সালে কক্সবাজার সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে হতে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। শিক্ষাকাল শেষ করে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকতা দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন।এরপর ২০১৫ সালে Bangladesh Knitwear Manufacturing and Exporters Association(BKMEA) এ গবেষণা ও উন্নয়ন বিভাগে সিনিয়র সহকারী সচিব পদে দীর্ঘ ২৬ মাস চাকরীরত ছিলেন। তিনি জানান, পরিবারের সকল সদস্য, শিক্ষক, এলাকাবাসীর প্রতি চির কৃতজ্ঞ তিনি। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন যেন সফলতার শীর্ষে পৌছে দেশও জেলাবাসীর জন্য কিছু করতে পারেন।