নিজস্ব প্রতিনিধি, পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় কোন প্রকার বহিস্কার ছাড়া শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে, পরীক্ষার প্রথম দিনে ১১ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (০১ফেব্রুয়ারি) পেকুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান এ তথ্য জানান।

তিনি আরো জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা পরীক্ষায় পেকুয়ায় ১ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৭৮৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধিনে উপজেলার তিনটি কেন্দ্রে এসব পরীক্ষার্থীরা অংশ নেয়।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল করিম বলেন, যথেষ্ট শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।