প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আওয়ামীলীগের জ্যৈষ্ঠ সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবি সমিতির দু’বার নির্বাচিত সভাপতি মরহুম এ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমদের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩টায় সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি থাকবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব:) ফোরকান আহমদ ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তালেব। উক্ত অনুষ্ঠানে আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের কনিষ্ঠ সন্তান সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য মাহমুদুল করিম মাদু।