বার্তা পরিবেশক॥
রামু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় নানান অনুষ্ঠানমালার মাধ্যমে নতুন এ শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া জিওসি মেজর জেনারেল মো: মাকসুদুর রহমান পিএসপি। শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়েদ মো: রাকিব পিএসপির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পদাতিক ডিভিশনের উচ্চ পদস্ত কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেজর জেনারেল মো: মাকসুদুর রহমান পিএসপি শিক্ষার্থীদের গবেষণাধর্মী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজকে আলোকিত করার পাশাপাশি মানবতার সেবায় আবদান রাখার আহবান জানান। তিনি আরো বলেন, শিক্ষা শুধু পাঠ্যপূস্তকের মধ্যে সীমাবদ্ধ না রেখে, প্রতিটি পদে পদে শিক্ষা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।