শাহী কামরান:
কক্সবাজার হাসাতে আসছে এক ঝাকঁ তারকা কমেডিয়ান। আগামী ১১ ফেব্রুয়ারী রোজ রবিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ১ম কমেডি ফেস্টিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কক্সবাজার কমেডি ক্লাবের আয়োজনে বর্ণাঢ্য কমেডি উৎসবে থাকছে এক ঝাকঁ তারকা কমেডিয়ান ও কক্সবাজারের কমেডিয়ানরা। উক্ত কমেডি ফেস্টিভালে জি-বাংলার জনপ্রিয় অনুষ্ঠান মিরাক্কেল আক্কেল চ্যালেন্জার ও এনটিভি হা-শো চ্যাম্পিয়নদের দেখা যাবে এবং সাথে থাকছে সংগীত সন্ধ্যা। মিরাক্কেল ৯ এর ২য় রানার আপ চকরিয়ার সন্তান কমর উদ্দিন আরমান, এনটিভি হা-শো চ্যাম্পিয়ন সাইফুর রহমান সাইফুল, মিরাক্কেল ৯ এর পারফরমার ইমদাদুল হক হৃদয় এবং মিরাক্কেল ৯ এর পারফরমার মো: কায়কোবাদ সহ সংবর্ধিত অতিথি হিসেবে থাকবেন চ্যানেল আই সেরা কন্ঠ ২০১৭ এর ১ম রানার আপ মারুফা জান্নাত তৃশা। অনুষ্ঠানে আরো থাকছে, কক্সবাজারের পরিচিত সংগীত শিল্পীরা। অনুষ্ঠানটি কক্সবাজারবাসী সহ আগত পর্যটকদের ভিন্ন মাত্রার বিনোদন দিবে বলে আশা করা হচ্ছে। উক্ত ১ম কমেডি ফ্যাস্টিভালে মিডিয়া পার্টনার হিসেবে বীচনিউজ24ডটকম এবং গর্বিত স্পন্সর মেরিন গ্রুপ ও মেরিন কমিউনিটি সেন্টার লিংকরোড়,বীচ পাবলিক স্কুল এন্ড কলেজ লিংকরোড়, সিঙ্গার বাজারঘাটা শো-রুম। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।