মোহাম্মদ হোসেন,হাটহাজারী প্রতিনিধি :

হালদা নদীতে ফের ভেসে উঠল এক মণ ওজনের একটি  মৃত ডলফিন ।বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হালদা নদীর  রাউজান উপজেলার আজিমেরঘাট এলাকা থেকে মৃত  ডলফিনটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা রাউজান ও হাটহাজারী উপজেলা মৎস্য অফিসকে অবহিত করেন। পরে রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম  মৃত ডলফিনটি উদ্ধার করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া এ প্রতিবেদককে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক নৌকা মাঝির কাছ থেকে মৃত ডলফিনটি উদ্ধার করেছি।   উদ্ধারের কয়েক ঘন্টা আগে এটি মরা গেছে বলে ধারনা করেন তিনি।  মৃত ডলফিনটি  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে রাখা হয়েছে।  এভাবে ডলপিন মরা যাওয়ার কারন ড্রেজার চলাচল পাশাপাশি বিভিন্ন কারখানার বর্জ্যকে দায়ী করেন তিনি।  আরো উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।