সোয়েব সাঈদ, রামু :

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে ভারত সফরে যাচ্ছেন রামুর কৃতি শিক্ষার্থী ফাতেমাতুজ জুহুরা রানী। সে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বাংলাদেশ সেনাবাহিনীর ২জন কর্মকর্তা, ২জন শিক্ষক-শিক্ষিকা, ১০ জন ছাত্র-ছাত্রীসহ ১৪ জনের একটি প্রতিনিধি দল এ শিক্ষা সফরে অংশগ্রহন করবেন।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের বৈদেশিক এ ধরনের সফর এবারই প্রথম। এ সফর সেনাবাহিনী কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভাবমূর্তি উজ্জ্বল করতে সহায়ক হবে। শিক্ষার্থীরা ভারত সফরের মাধ্যমে ঐ দেশের শিক্ষা ব্যবস্থা, প্রশাসন ও কৃষ্টি, রিসোর্স পারসন, সভ্যতা, সংস্কৃতি, মানুষ, ভূ-প্রকৃতি, ঐতিহ্য-ইতিহাস ইত্যাদি সম্পর্কে জ্ঞান অর্জনে সক্ষম হবে। সফরকারি দল আগামী ৪ ফেব্রুয়ারি বিমানযোগ ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

উল্লেখ্য ফাতেমাতুজ জুহুরা রানী রামুর বিশিষ্ট ব্যবসায়ি ব্যবসায়ি, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা ও গৃহিনী মোর্শিদা ইউনুচ রুনার মেয়ে এবং চৌমুহনী হাজ¦ী জাহেদ কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারি হাজ¦ী জাহেদ হোসেন ও হাজেরা বেগমের নাতনী।

ফাতেমাতুজ জুহুরা রানী সাম্প্রতিক সময়ে রামু ক্যান্টমেন্ট ইংলিশ স্কুলে চলতি বছরে ‘বেষ্ট স্টুডেন্ট’ এবং ‘অল রাউন্ডার’ পদক লাভ করে। এছাড়া সে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় একাধিক বিষয়ে অংশ নিয়ে কৃতিত্বপূর্ণ অবদান রেখেছে।

তথ্যমতে, সেনাবাহিনী পরিচালিত দেশের প্রতিষ্ঠান হতে অল রাউন্ডার হওয়া ছাত্র-ছাত্রী এ সফরের জন্য মনোনীত হয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মোমেনশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল ও কলেজ এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল।