হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে অবৈধ স’মিলে গাছ চাপা পড়ে এক রোহিঙ্গার মুত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ২৯ জানুয়ারী এঘটনা ঘটে।
বিলম্বে প্রাপ্ত তথ্যে জানা যায়, হোয়াইক্যং তুলাতলী স্থানীয় ফিরোজ আহমদের অবৈধ স’মিলে কাজ করার সময় পুটিবুনিয়া রোহিঙ্গা ক্যাম্পে বি-ব্লকের নুরুল ইসলামের পুত্র রফিকুল ইসলামের (২০) উপর গাছ চাপা পড়ে গুরুতর আহত হয়। লোকজন তাকে দুর্ঘটনা স্থান থেকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা (এমএসএফ) হাসপালে ভর্তি করান। ৩০ জানুয়ারী বিকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেছে। মৃত রফিকুল ইসলামকে ৩১ জানুয়ারী সকাল ৯টায় উনচিপ্রাং পুটিবনিয়া রোহিঙ্গা ক্যাম্পের কবর স্থানে দাফন করা হয়েছে।