হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :
পাবলিক পরিক্ষার সর্ববৃহৎ আসর ১ ফেব্রুয়ারী সারা দেশে একযোগে অনুষ্টিতব্য এসএসসি ও দাখিল পরিক্ষায় সীমান্ত উপজেলা টেকনাফে এবারে ৪টি কেন্দ্রে ১ হাজার ৭৩৬ জন পরিক্ষার্থী অংশ নেবে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সুত্রে জানা গেছে। তম্মধ্যে ৩টি এসএসসি পরিক্ষা কেন্দ্র ও ১টি দাখিল পরিক্ষা কেন্দ্র। ইতিমধ্যেই সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
কেন্দ্র ৪টি হচ্ছে- টেকনাফ-১ পাইলট হাইস্কুল, টেকনাফ-২ এজাহার গার্লস হাইস্কুল এবং টেকনাফ-৩ হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল। পুরো উপজেলার একমাত্র মাদ্রাসা কেন্দ্র হ্নীলা রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা। ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার জানান টেকনাফ পাইলট হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে ৪০৬ জন, টেকনাফ এজাহার গার্লস হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে ২৭৯ জন, হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে ৫৫২ জন এবং হ্নীলা রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা দাখিল পরিক্ষা কেন্দ্রে ১১টি প্রতিষ্টানের ৪৯৯ জন শিক্ষার্থী পরিক্ষা দেবে।
টেকনাফ-১ পাইলট হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার মোঃ নুরুল আবসার, টেকনাফ-২ এজাহার গার্লস হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদ হোসেন চৌধুরী, টেকনাফ-৩ হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ আলমগীর কবির, হ্নীলা রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা দাখিল পরিক্ষা কেন্দ্রে পল্লী জীবিকায়ন প্রকল্পের অফিসারকে ‘ভারপ্রাপ্ত কর্মকর্তা’ হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে।
৪টি কেন্দ্রেই স্ব-স্ব প্রতিষ্টান প্রধানগণ ‘কেন্দ্র সচিব’ হিসাবে দায়িত্ব পালন করবেন। তাছাড়া টেকনাফ-১ পাইলট হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে লম্বরী মলকাবানু হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, টেকনাফ-২ এজাহার গার্লস হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ উজ্জল ভৌমিক, টেকনাফ-৩ হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রে কাঞ্জরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিক, রঙ্গীখালী দারুল উলুম ফাজিল মাদ্রাসা দাখিল পরিক্ষা কেন্দ্রে মৌলভীবাজার জমিরিয়া দারুল কুরআন সিনিয়র মাদরাসার সুপার আলহাজ্ব মাওঃ ফরিদুল আলম নুরী ‘হল তত্বাবধায়ক’ হিসাবে দায়িত্ব পালন করবেন।
পরিক্ষা কেন্দ্র সমুহে আইনশৃংখলা, নকলমুক্ত ও শান্তিপুর্ণ পরিবেশ রক্ষায় পরিক্ষা পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এরা হচ্ছেন সহকারী কমিশণার (ভুমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ও অফিসার ইনচার্জ টেকনাফ মডেল থানা। উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে প্রত্যেক কেন্দ্রের জন্য পৃথক ‘কেন্দ্র কমিটি’ গঠন করা হয়েছে।
টেকনাফ-১ পাইলট হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক নুর হোসেন (০১৮৬৬৪১৯৮২১) জানান তাঁর কেন্দ্রে এজাহার গার্লস হাইস্কুল, মারিশবনিয়া হাইস্কুল, নোয়াপাড়া হাজী নবী হোসেন হাইস্কুল, শাহপরীরদ্বীপ হাজী বশির আহমদ হাইস্কুল, হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল, মলকাবানু হাইস্কুল এই ৬টি প্রতিষ্টানের ৪০৬ জন পরিক্ষা দেবে। তম্মধ্যে ১৮৩ জন ছাত্র ২২৩ জন ছাত্রী।
টেকনাফ-২ এজাহার গার্লস হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী (০১৮১৭০৭১৬৪০) জানান তাঁর কেন্দ্রে টেকনাফ পাইলট হাইস্কুল, সাবরাং হাইস্কুল, সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজ এই ৩টি প্রতিষ্টানের ২৭৯ জন পরিক্ষা দেবে। তম্মধ্যে ১৮১ জন ছাত্র ৯৮ জন ছাত্রী।
টেকনাফ-৩ হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া হাইস্কুল এসএসসি পরিক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আলহাজ্ব মোস্তফা কামাল চৌধুরী মুসা (০১৮১৭৭১০৭৭৭- ০১৭১৪৩৭১৩১১) জানান তাঁর কেন্দ্রে হ্নীলা হাইস্কুল, হ্নীলা গার্লস হাইস্কুল, নয়াবাজার হাইস্কুল, কাঞ্জরপাড়া হাইস্কুল, শামলাপুর হাইস্কুল এই ৫টি প্রতিষ্টানের ৫৫২ জন পরিক্ষা দেবে। তম্মধ্যে ২৮৯ জন ছাত্র ২৬৩ জন ছাত্রী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।