আবদুল মজিদ, চকরিয়া :
চকরিয়ার ঝুঁকিপূর্ণ মাতামুহুরী সেতু সংস্কার নয়, স্থায়ীভাবে নির্মাণের দাবী টিআইবি সনাকের উদ্যোগে অদ্য ৩১ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহরে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
সনাক চকরিয়ার সভাপতি অধ্যাপক একেএম সাহাব উদ্দিনেরর সভাপতিত্বে ও টিআইবির এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ। উপস্থিত ছিলেন সনাকের সদস্য সাংবাদিক মাঈন উদ্দিন শাহেদ, অনুষ্ঠানের আহবায়ক জিয়া উদ্দিন, সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির, সামু সিকদার, ছাত্রনেতা শরীফ, জাহেদ, মিছবাহ, ওবাইদুল্লাহ,
অনুষ্ঠানে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা স্থায়ীমাতুমুহুরী সেতু নির্মাণে প্রতিশ্রুতিচ নয়, কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি গণ দাবী তুলেন। সূত্রে জানায়, সম্প্রতি একনেকের সভায় চকরিয়ার মাতামুহুরী সেতু বিল অনুমোদন হয়েছে। একন টেন্ডারের প্রক্রিয়ায় রয়েছে। তাই সারা দেশের সাথে কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামবাসীর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পূর্বেই সেতুটি ত্বড়িৎ গতিতে নির্মানের জোর দাবী তুলেন।