হেলাল উদ্দিন,টেকনাফ :
টেকনাফে ৫মাস ধরে বেকার হয়ে পড়া নাফনদী নির্ভর জেলেরা নাফনদীতে মাছ শিকারের দাবীতে মানববন্ধন করে স্মারকলিপি প্রদান করেছে। জানা যায়,৩০ জানুয়ারী সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে হোয়াইক্যং, হ্নীলা, জাদিমোরা, সাবরাং, শাহপরীরদ্বীপ,টেকনাফ পৌরসভা,নাইট্যংপাড়া,চৌধুরীপাড়া,উত্তর জালিয়া পাড়ার নাফনদী নির্ভর জেলেদের পক্ষে নাফনদীতে মাছ শিকারের দাবীতে মানববন্ধন পালন করেন। এতে জেলে নেতৃবৃন্দ বলেন, মাদক চোরাচালানের জন্য নাফনদীতে দীর্ঘ ৫মাস ধরে মাছ শিকার বন্ধ করে দেওয়ায় ৭হাজার ৮শ ৮৩জন জেলে পরিবার বেকার হয়ে পড়েছে। সরকার যা রেশন দিয়েছে তা একেবারে নগন্য। কিন্তু আমাদের রুজি-রোজগার বন্ধ করে দেওয়া হলেও মাদক চোরাচালান বন্ধ হয়নি। বরণ আরো বাড়ছে। তাই মানবিক দিকে বিবেচনা করে নাফনদী নির্ভর জেলেদের মাছ শিকারের সুযোগ দেওয়ার আহবান জানানো হয়। এরপর জেলেদের পক্ষে মনির আলম, আব্দুর রহিম, মোঃ ইব্রাহীম, রুহুল আমিন ও আবুল হাশিম স্বাক্ষরিত এক স্মারকলিপি টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করা হয়। এসময় টেকনাফ পৌর প্যানেল মেয়র-১ মৌঃ মুজিবুর রহমান, কাউন্সিলর মনিরুজ্জামান,শাহ আলম মিয়া,মহিলা কাউন্সিলর নাজমা আলম, মোঃ আলম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টেকনাফে জেলেদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
