হেলাল উদ্দিন,টেকনাফ:
হ্নীলায় শিশুদের খেলার বিষয়কে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিবর্ষণে পথচারী শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আরো একজন। স্থানীয় জনতার সহায়তায় ঘাতককে আটক করেছে পুলিশ।
জানা যায়,৩০ জানুয়ারী বিকাল পৌনে ৪টারদিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী লামার পাড়ায় একটি গ্রামীণ রাস্তায় শিশুরা খেলা করছিল। এক পর্যায়ে পাশ^বর্তী ঘেরা-বেড়ায় পড়লে বাড়ির মহিলা ফাতেমা
গালি-গালাজ করে বেরিয়ে আসে। এদিকে খেলারত এক শিশুর মা নুর আয়েশাও বের হলে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক এবং ঝগড়ার সৃষ্টি হয়। এতে এক পর্যায়ে ক্ষুদ্ধ হয়ে স্থানীয় স্বশস্ত্র সন্ত্রাসী ও ইয়াবার চালান লুটপাটকারী গ্রুপের সদস্য কবির আহমদের পুত্র বেলাল উদ্দিন (৩০) স্বশস্ত্র অবস্থায় বের হয়ে নুর আয়েশার শ্লীলতাহানির চেষ্টা করে এবং এক পর্যায়ে গুলিবর্ষণ করলে পাশে খেলারত কাদির হোছনের পুত্র মোহাম্মদ সাদেক (৭) ও প্রবাসী বেলাল উদ্দিনের পুত্র মোজাহেদ (১০) গুলিবিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই সাদেক মারা গেলে ঘাতক বেলাল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন স্থানীয় জনসাধারণ তাকে আটক করে পুলিশে খবর দেয়। টেকনাফ মডেল থানার এসআই মহির উদ্দিন খান উজ্জ্বল ও জয়নাল আবেদীন বিশেষ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর শিশুর লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য এবং ঘাতক বেলালকে আটক করে থানায় নিয়ে যায়।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান বলেন,পুলিশ মূল ঘাতককে আটক করেছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে রয়েছি। আটক আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে এবং নিহত শিশুর লাশ পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করা হচ্ছে। ধৃত আসামীকে আদালতে প্রেরণ করে রিমান্ড আবেদন করা হবে।