বশির উল্লাহ, মহেশখালী  :

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক জেলের মৃত্যু হয়েছে। সে মহেশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের অাদালত সড়কস্থ মখলেছুর রহমান পাড়ার মৃত অাকবর মাঝির পুত্র রাহামত উল্লাহ (৪৫) :

সে পেশাদার ও নিবন্ধিত জেলে। ককসবাজার শহরের সমিতি পাড়ার মোঃ ছাবের কোং মালিকানাধীন একটি ফিশিং বোটে ২২জন মাঝিমাল্লাদের নিয়ে গত শনিবার কফিল মাঝির সাথে মাছ ধরতে সাগরে যায়। ২৯শে জানুয়ারী মঙ্গলবার দিবাগত রাতে সাগরে হঠাৎ অসুস্থবোধ করে। রাত সাড়ে ৩টায় মাছ অাহরন অবস্থায় মৃত্যু বরন করে। অাগামীকাল সকাল ১০টায় মহেশখালী অাদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা অনুষ্টিত হবে। জেলে রাহামত উল্লাহর১ স্ত্রী, ২ছেলে ১মেয়ে রয়েছে।