বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী প্রাচীন একটি সড়কের নাম হাশেমিয়া অালিয়া মাদ্রাসা সড়ক।
যার অবস্থান শহরে দক্ষিণ রুমালিয়ার ছড়ায়। ৩০০ বছরের একমাত্র পুরাতন কবরস্থান এটি এবং কক্সবাজার পৌরসভায় দুই একটি বড় কবরস্থানের মধ্যে এটি অন্যতম।যেখানে কেউ মারা গেলে পৌরসভার ৪,৫,৬ ও ৭ নং ওয়ার্ডের বাসিন্দাদের এখানে কবর দেয়া হয়।
কিন্তু এক শ্রেণীর অবৈধ দখলদার কবরস্থানের জায়গা দখল করে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে ঘরবাড়ি তৈরি বানিয়ে রেখেছিলো।এবং কবরস্থানের জায়গার উপর খবর নিয়ে দেখা যায় ৫ তলা দুটি ভবনও নির্মাণ হয়েছে।
এলাকার জনপ্রতিনিধিদের এ ব্যাপারে কোন খবর ছিলো না।অন্যদিকে কবরস্থানের মতো পবিত্র জায়গা নিয়ন্ত্রনে নিয়েছিলো দীর্ঘদিন।
কক্সবাজার জেলা সদর ইউএনওকে অতি দ্রুত অাইনানুগ ব্যবস্থা গ্রহণে জোর সুপারিশ করে কক্সবাজার জেলা ছাত্রলীগ।
প্রসঙ্গত,কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক অাবু তাহের অাযাদ এর মায়ের জানাজা নামাজ ছিল আজ।
নামাজ শেষে ছাত্রলীগের নেতারা কবরস্থানে গেলে চোখে পড়ে অবৈধ দখলের দৃশ্য।যে দৃশ্য দেখে বিস্মিত হয়েছে মানুষ। ভাষা ছিলো না প্রকাশ করার। একজন মুসলিম মারা গেলে দাফনকার্য সম্পাদক করে কবরস্থানে। সে কবরস্থানের জমি অবৈধ দখলদার ভোগ করে যাচ্ছে দীর্ঘদিন। এলাকার মানুষের এমন অভিযোগ ও নিজের স্বচক্ষে দেখে দ্রুত ব্যবস্থা নিলেন কক্সবাজার জেলা শাখার ছাত্রলীগ। দীর্ঘদিন অবৈধ দখলে থাকা শতবৎসরের ঐতিহবাহী কবরস্থান দখলমুক্ত করে এলাকায় স্বস্তি ফিরিয়ে দিয়েছেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম জানান,”অামরা রাজনীতি করি সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য। বর্তমান সমাজ ব্যবস্থাপনায় যারা এই সমাজকে বিপদগ্রস্ত করবে তাদের পাশে থাকবে না ছাত্রলীগ।