সার্টিফিকেট নির্ভর শিক্ষার ছেলে ভাল মানুষ হওয়ার শিক্ষা নেওয়া জরুরী
প্রেস বিজ্ঞপ্তি :
বইয়ের পাতা থেকে অর্জিত জ্ঞান আমাদের সাফল্য এনে দিবে, কিন্তু পারিবারিক এবং সামাজিক আদর্শগত জ্ঞান আমাদের মানুষের মত মানুষ করবে। পৃথিবীতে অনেক মানুষ স্কুল কলেজের সার্টিফিকেট বেশি না পেলেও তারা নিজ কর্মে সমাজের এবং দেশে অনেক বিদ্যান হিসাবে পরিচিত । তাদের নিয়ে মানুষ গবেষনা করছে। তাই শিক্ষা ক্ষেত্রে প্রতিযোগিতার পাশাপাশি ভাল মনের মানুষ হওয়ার প্রতিযোগিতার মানসিকতা থাকতে হবে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথম বারের মত আয়োজিত ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা এসব কথা বলেন।
৩০ জানুয়ারী সকাল ১০ টা থেকে স্কুল মাঠে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে বক্তারা অভিভাবকদের উদ্দেশ্যে সন্তানদের নিয়মিত খোঁজ খবর রাখার তাগিদ দিয়ে তাদের প্রতিদিনের আচরণ এবং পারিপার্শিক অবস্থা পর্যবেক্ষণ করার তাগিদ দেন। একই সাথে সন্তানরা যাতে সাদা মনের মানুষ হিসাবে গড়ে উঠতে পারে সে বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মীর জাফর আহামদ। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফান্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আমির হোসাইন, জেলা শিক্ষা অফিসার মোঃ ছালেহ উদ্দীন চৌধুরী,জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মহিউদ্দিন মোঃ আলমগীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাজরীন এ তাজিয়া,ডাঃ ইফফাত সানিয়া রুমী, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়েল সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, এতে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েল সহকারী প্রধান শিক্ষক নাছির উদ্দিন, নবীণদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল ইকবাল,মাসুদা মোর্শেদা আইভী, ফরিদ আহামদ।
বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ৮ম শ্রেনীর নাদিয়া সুলতানা নাহিন, ১০ শ্রেনীর ফারজানা আক্তার মিলি, নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াসিফা জাফরিন তাহিথি,সাবাবা তারান্নুম,হাসনাত ছিদ্দিকী ফায়িযাহ,তাসনীন আল তারান্নুম। অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়েল সিনিয়র শিক্ষক আবু তৈয়ব। অনুষ্ঠান শুরুর আগে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।