সংবাদ বিজ্ঞপ্তি :

বেশ কিছুদিন যাবত লক্ষ্য করা যাচ্ছে যে, হাজী মোঃ ইলিয়াছ নামের জনৈক ব্যক্তি জাসদ (আম্বিয়া-বাদল)’র কক্সবাজার জেলা শাখার নাম ভাঙ্গিয়ে পত্র-পত্রিকায় ভুঁয়া বিবৃতি দিয়ে যাচেছ। প্রকৃত ঘটনা হচ্ছে- বিগত কিছুদিন পূর্বে হাজী মোঃ ইলিয়াছকে জাসদ (আম্বিয়া-বাদল) জেলা কমিটি, কেন্দ্রীয় কমিটির মতামতের ভিত্তিতে জাসদ শহর শাখার সভাপতির পদ থেকে তাকে বহিস্কার করা হয়। এতে ক্ষুব্দ হয়ে নিজেকে সামাল দেওয়ার জন্য দলের সিদ্ধান্ত ছাড়া হাজী মোঃ ইলিয়াছ মিথ্যাভাবে জেলার সাধারণ সম্পাদক দাবীর মাধ্যমে বিভিন্ন পত্র-পত্রিকায় বিবৃতি প্রদান করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায় করার চেষ্টা করে। উক্ত বিবৃতি সমূহ কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির দৃষ্টি গোচর হয়েছে। আমরা তাকে পত্র-পত্রিকায় উল্টা-পাল্টা বিবৃতি দেওয়া থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি এবং পাশাপাশি তার বিভ্রান্তিমূলক বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানিয়েছেন জাসদ (আম্বিয়া-বাদল) কক্সবাজার জেলার সভাপতি সৈয়দ আবদুল কাদের আফেন্দী ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আমান উল্লাহ সহ জেলার নেতৃবৃন্দ।