নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক হিল্লোল বিশ্বাষ বলেছেন,গ্রাম আদালত যত বেশি কার্যকর হবে সমাজের গরীব অসহায় মানুষ ততদ্রত তাদের ন্যায় বিচার পাবে। গ্রাম আদালত ব্যবস্থা বর্তমান সরকারের একটি সূদূর প্রসারী পরিকল্পনা যাতে মানুষ সহজে এবং বিনাখরচে দ্রুত ন্যায় বিচার পায়। আর গ্রাম আদালতের ভাবনা আজকে নতুন নয় এটা শত বছর ধরে আমাদের সমাজ ব্যবস্থায় চলে আসছে সরকার সেটা গ্রাম আদালতের কঠামোতে আইনী রুপ দিয়েছে এতে মানুষের অনেক উপকারে আসছে। তাই গ্রাম আদালত ব্যবস্থার সুফল গ্রামের মানুষের কাছে পৌছে দেওয়া জনপ্রতিনিধিদের দায়িত্ব। তিনি গতকাল কক্সবাজার গ্রাম আদালত ব্যবস্থাপনা কর্মসূচীর আওতায় সদর উপজেলার ঝিলংজা,জালালাবাদ,ইসলামাবাদ ইউনিয়নের সদস্যদের ৩ দিন ব্যাপী ২য় পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সোমবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার হর্টিকালচার সেন্টারের হলরুমে অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, জেলা সমাজ সেবা অফিসের উপ পরিচালক প্রিতম কুমার চৌধুরী,ইউএনডিপির জেলা সহায়ক আখাইমং মার্মা, সদর উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ রাসেল।