প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার পৌর প্রিপ্যার্যাটরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালে অংশ নেয়া এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিদায় অনুষ্ঠানে বক্তারা বলেন-শিক্ষার্থীদের মেধার অফুরন্ত শক্তিকে অধ্যয়ন ও সাধনার মাধ্যমে রাষ্ট্রীয় কাজে লাগানো সম্ভব। আজকের এই শিক্ষার্থীরা একদিন দেশের হাল ধরবে। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত কঠোর পরিশ্রম ও সাধনার মাধ্যমে জ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করা এবং বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখা। এতে প্রধান অতিথি ছিলেন-বিদ্যালয় সংক্রান্ত মেয়রের প্রতিনিধি পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।
বিদ্যালয়ের শিক্ষক তাহমিদুল মোন্তাসিরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত বিদায় অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন-কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দয়াল পাল, মৌলানা মনজুর আলম, পরেশ কান্তি দে ও সাংবাদিক বলরাম দাশ অনুপম। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্যে রাখেন-সাইফুল ইসলাম, মোঃ জুয়েল, সাইমুম ইসলাম, সদ্য সমাপ্ত স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে বিজয়ী ছাত্র নছর উল্লাহ। অনুষ্ঠানের শেষে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মৌলানা মোঃ ইদ্রিস।