সংবাদদাতা:
বাংলাদেশের প্রথম ফিস একুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত Mr. Hiroyasu IZUMI।
রবিবার বিকালে তিনি রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এ পৌঁছালে জেনারেল ম্যানেজার কাজী নিজামুল ইসলাম তাঁকে সাদর অভ্যর্থনা জানান।
রাষ্ট্রদূত ফিস ওয়ার্ল্ড ঘুরে দেখেন, পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং বাংলাদেশে এধরনের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ায় উদ্যোক্তাকে ধন্যবাদ জানান।
Japan International Cooperation Agency (JICA) এর বাংলাদেশ অফিসের চীফ রিপ্রেজেন্টেটিভ Mr. Takatoshi Nishikata ও জাপানী রাষ্ট্রদূতের সাথে ছিলেন।
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিদর্শন করেছেন জাপানের রাষ্ট্রদূত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
