শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও:
কক্সবাজার সদরের জালালাবাদে খামার ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।এ ঘটনায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ মালিক জানিয়েছে।২৭ জানুয়ারি ভোরে ঘটনাটি ইউনিয়নের বাহারছড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়,ঐ এলাকার বশির আহমদের পুত্র মোঃশাহজাহান মনিরের মালিকাধীন পুকুরে পাড়ে একটি হাঁসের ফার্ম ছিল। উক্ত ফার্মটি বেশ কয়েকদিন পুর্বে বন্ধ করে দিয়ে সেখানে রাখা হয়েছিল বিভিন্ন মালামাল,সেচ পাম্পের মেশিন,পলিটিনসহ অন্যন্যা জিনিসপত্র। হয়ত তাদের প্রতিপক্ষরা পুর্বশত্রুতার জের ধরে ভোর সময়ে আগুন লাগিয়ে দিয়েছে বলে ধারনা করা হচ্ছে।স্থানীয়রা আগুনের লেলিহান দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলে ততক্ষনে পুড়ে ছাই হয়ে যায় মুল্যবান জিনিসপত্র। জানতে চাইলে শাহাজান জানায়, কে বা কারা আমার খামারঘরে পেট্রোল নিক্ষেপ করে আগুন লাগিয়ে দিয়েছে। সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্থ মোঃশাহজাহান। বিষয়টি তদন্তদের জন্য ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নছিমুদ্দীনকে দায়িত্ব দেওয়া হয়েছে।ওয়ার্ড মেম্বার মোফাচ্ছেল মুফি ঘটনা সত্যতা স্বীকার করেন।
জালালাবাদে খামারঘর পুড়ে ছাই
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
