মোঃ সাইদুল ইসলাম :

আজ সকাল ১১টায় হোটেল তাজসেবার দ্বিতীয় তলায় পত্রিকার কার্যালয়ে কেক কেটে দৈনিক এশিয়া বাণীর ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আরটিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুর রহিম শাহীন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক কক্সবাজার নিউজ ডটকমের সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী। উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক এশিয়া বাণীর জেলা প্রতিনিধি ও দৈনিক গণসংযোগ এর যুগ্ম বার্তা সম্পাদক মোঃ আবু সায়েম। বর্ণাঢ্য অনুষ্ঠানে কেক কেটে ২৬তম বর্ষপূর্তির শুভ সূচনা করেন সাংবাদিক এবং বেসরকারি কর্মকর্তাবৃন্দ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাইফুর রহিম শাহীন বলেন-বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সরকারি-বেসরকারি পর্যায়ে ভূমিকা পালন করে আসছে এশিয়া বাণী এবং তিনি এ পত্রিকার উত্তরোত্তর সফলতা কামনা করেন। প্রধান বক্তা অধ্যাপক আকতার চৌধুরী বলেন-সামাজিক, রাষ্ট্রীয়, সরকারি-বেসরকারি ঝরাঝির্ণতাকে তুলে ধরে এশিয়া বাণী আজ ২৬ তম বর্ষে পর্দাপণ করেছে সত্যিই তা অতুলনীয় এবং তিনি দৈনিক এশিয়া বাণী অসহায় ও নিষ্পেষিত মানুষের পক্ষে কাজ করে বলে অভিমত ব্যক্ত করে। এতে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ট্রাফিক-বাবুল চন্দ্র বণিক, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া, সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মহিউদ্দিন, দৈনিক আমাদের কক্সবাজারের চীফ রিপোর্টার আতিকুর রহমান মানিক, সংবাদ কর্মী ছব্বির রহমান, হোটেল আল গণির স্বত্বাধিকারী মোঃ রুবেল, দৈনিক এশিয়া বাণীর সদর উপজেলা প্রতিনিধি সাইদুল ইসলাম, রিপোর্টার কলিম মোঃ আবু গালিব, সংবাদ কর্মী আবুল হাসান বাবলু এবং দৈনিক গণসংযোগের সার্কুলেশন ম্যানেজার মোঃ করিমসহ প্রমুখ।