সংবাদদাতা:
কক্সবাজারে ৭ম জেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা আয়োজনে কক্সবাজার শহরে রডায়াবেটিক পয়েন্ট সংলগ্ন ইনানী মাল্টিপারপাস হলে প্রতিযোগিতা সকাল ৯টা থেকে আরম্ভ হয়। শেষ সন্ধ্যায় ৬ টার দিকে। প্রতিযোগিতায় ক, খ ও গ গ্রুপে পারফর্ম করেন উপজেলা পর্যায়ে ইয়েস কার্ড প্রাপ্ত ৮৯ জন প্রতিযোগী।
গত ২৫ জানুয়ারী বিশ্বজয়ী হাফেজ যাকারিয়ার তিলাওয়াত সুরের একেকটি ঢেউ যেন আছড়ে পড়ছিল সাগরতটে। আর তন্ময় হয়ে তা উপভোগ করছিল ঐশীবাণীর প্রেমী দর্শক-শ্রোতা। কুরআন তিলাওয়াতের দীর্ঘ এ অনুষ্ঠানে দর্শক-শ্রোতাদের উপস্থিতিতে কোন ছন্দপতন ঘটেনি। সবাই মুগ্ধ হয়ে হৃদয় ভরে উপভোগ করছিল মহান রবের কালাম।
জেলা হুফফাজের সভাপতি হাফেজ মাওলানা ইউনুছ ফরাজির সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি হাফেজ আব্দুল হক। অতিথি ছিলেন আন্তর্জাতিক পুরস্কৃত ক্বারী জহিরুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামশুল হক শারেক, দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ও দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ।
প্রতিযোগিতায় সর্ব্বোচ্চ নাম্বার পেয়ে ৩ গ্রুপে ১৫ জন বিভাগীয় প্রতিযোগিতার জন্য নির্বাচিত হন। তাদেরকে জেলা হুফফাজের পক্ষ থেকে নগদ অর্থ ও বিজয়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাওয়া সবাইকেও কক্সবাজার হজ্জ্ব কাফেলার পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
সংবাদপত্রে অবদানের জন্য দৈনিক হিমছড়ি সম্পাদক হাসানুর রশীদ ও দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে বিচার কার্যক্রমে ভূমিকা রাখার জন্য হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজি, হাফেজ মাওলানা নুরুল্লাহ জিহাদী, মাওলানা ক্বারী সাইফুল্লাহ কাসেমী, হাফেজ মাওলানা জামাল উদ্দীন তাওহীদ ও হাফেজ মাওলানা মুহাম্মাদ মিসবাহ উদ্দীনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যারা পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিশেষ করে কক্সবাজার হজ্জ কাফেলার স্বত্বাধিকারী তোফায়েল উদ্দীন চৌধুরীর প্রতি মোবারকবাদ জানানো হয়। অনুষ্ঠান কার্যক্রম সঞ্চালনায় ছিলেন হাফেজ এড. রিদওয়ানুল কবীর ও ডাক্তার ফয়সাল।
বিভাগীয় প্রতিযোগিতায় নির্বাচিতরা হলেন-
ক গ্রুপ (১০ পারা)
১ম-আরফাত উল্লাহ পিতা শাহ আলম, মাদ্রাসা শফিকিয়া তালিমুল কুরআন বাহারছড়া, টেকনাফ।
২য়- মুহাঃ উসমান গণি পিতা আমির হোসেন, মজিদিয়া সিদ্দীকিয়া তালিমুল কুরআন মাদ্রাসা কাটাখালি ডুলাহাজারা, চকরিয়া।
৩য়- সিরাজুল মুনির সাঈদ পিতা মাওঃ জুলফিকার, শাহ কুতুব উদ্দীন হেফজখানা বায়তুশ শরফ, ককসবাজার।
৪র্থ- আদিল শাহরিয়ার পিতা নুরুল কবির, শাহ কুতুব উদ্দীন হেফজখানা বায়তুশ শরফ, ককসবাজার।
৫ম- ইমরুল কায়েস পিতা শাহ আলম, তালিমুল কুরআন হেফজখানা বাঁশকাটা, কক্সবাজার।
খ গ্রুপ (২০ পারা)
১ম- ফয়সাল মাহমুদ পিতা আব্দুল গফুর, শাহ মালেকিয়া শামশুন নুর হেফজখানা কুতুব শরীফ দরবার, কুতুবদিয়া।
২য়- মুহাঃ আব্দুল্লাহ পিতা মোজাফফর আহমদ, মাহাদ মাসআব বিন উমাইর রাঃ হেফজখানা, মধ্যম পোকখালি, কক্সবাজার।
৩য়- ওমর ফারুক পিতা আবু শামা, বায়তুল আমান হিফজখানা, মেহেরঘোনা, ঈদগাহ।
৪র্থ- সাইফুল ইসলাম পিতা নুরুল ইসলাম, মাতবরপাড়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসা, বড়ঘোপ কুতুবদিয়া।
৫ম- মুহাঃ আনছ পিতা হাফেজ আনোয়ার, মাদ্রাসা ইবনে আব্বাস আল ইসলামিয়া, লেদা টেকনাফ।
গ গ্রুপ (৩০ পারা)
১ম – আব্দুর রহমান পিতা আবু তাহের, মাহাদ মাসআব বিন উমাইর রাঃ মধ্যম পোকখালি কক্সবাজার।
২য়- ইয়াছিন আরাফাত পিতা মোজাম্মেল হক, মিজিদিয়া সিদ্দীকিয়া তাহফিজুল কুরআন, কাটাখালি ডুলাহাজারা, চকরিয়া।
৩য়- নাইম উদ্দীন পিতা আব্দুল জব্বার, শাহ মালেকিয়া শামশুন নূর হেফজখানা, কুতুব শরীফ দরবার, কুতুবদিয়া।
৪র্থ- নুরুল ইসলাম পিতা বদিউল আলম, তালিমুল কুরআন হেফজখানা বাঁশকাটা ইসলামপুর, কক্সবাজার।
৫ম- মুহাঃ আনোয়ার পিতা মুহাঃ ছৈয়দ, হযরত আবু বকর সিদ্দীক রাঃ হেফজখানা চুয়ার ফাঁড়ি, চকরিয়া।
ঐশীবাণীর সুরে মুগ্ধ কক্সবাজারবাসী
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।