কক্সবাজার ঈদগাহ মাঠে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন কাল, আসছেন মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম

প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০১৮ ০৩:০২

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও হুসনে ক্বিরাত প্রতিযোগিতার নির্মাণাধীন মঞ্চ।

সিবিএন
আগামী কাল (২৯ জানুয়ারী) কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও হুসনে ক্বিরাত প্রতিযোগিতা। এ লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আয়োজক সংগঠন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইক্বরা)।
তানযিমুল উম্মাহ হিফয মাদরাসার ব্যবস্থাপনায় অনুষ্ঠান ভেন্যু কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে তৈরী করা হচ্ছে মঞ্চ। আকর্ষণীয় কেলিওগ্রাফিতে দৃষ্ট নন্দন করে সাজানো হচ্ছে পুরো মঞ্চ। গত তিনদিন ধরে ওই মঞ্চ সজ্জার কাজ করছে শিল্পীরা। সাজ সজ্জার কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। বাকী কাজ আজ রাত নাগাদ শেষ হতে পারে বলে আশা করছেন ক্বিরাত সম্মেলনের আহবায়ক হাফেয রিয়াদ হায়দার।
ঐতিহাসিক ক্বিরাত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসার গ্র্যান্ড ইমাম ও খতীব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী। দেশ বিদেশের খ্যাতনাাম ২০ জনের অধিক ক্বারী অংশ গ্রহণ করবেন।
এতে পবিত্র কুরআন তেলাওয়াত করবেন বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ট ক্বারী মিসরের ড. শাইখ আহমাদ আহমাদ নাঈনা, আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সহ-সভাপতি, বাংলাদেশের গৌরব বিশ্বখ্যাত ক্বারী শাইখ আহমাদ বিন ইউসুফ আল আযহারী, মিসরের খ্যাতনামা ক্বারী শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ মুরীজী, ইরানের ক্বারী সাইয়্যেদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনী, আরবের প্রখ্যাত সুরকার ও সিরিয়ার ইসলামী সঙ্গীত শিল্পী মুনশিদ ক্বারী মু’তাসিম বিল্লাহ আল আসালী, আলজেরিয়ার ক্বারী শাইখ রিয়াদ আল জাযায়েরী, ভারতের ক্বারী মুহাম্মদ তাইয়্যিব জামাল।
হাফেয রিয়াদ হায়দার জানান, অত্যাধুনিক ডিজাইনে সম্মেলনের মঞ্চ তৈরী করা হচ্ছে। যা দেখার মতো একটি মঞ্চ। ক্বিরাত সম্মেলনকে আন্তর্জাতিক মানের করতে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আমন্ত্রিত বিদেশী ক্বারীরা ইতিমধ্যে বাংলাদেশে এসে পেঁছেছেন। ক্বিরাত সম্মেলনে সভাপতিত্ব করবেন জামিয়া এমদাদিয়া আজিজুল উলুমের (পোকখালী মাদরাসা) প্রতিষ্ঠাতা ও সদরে মুহতামিম মাওলানা মুখতার আহমাদ।