প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সম্পদ রক্ষা আন্দোলনের এক মতবিনিময় সভা ২৭ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় শহরের হোটেল সিলভার সাইন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে কলিম উল্লাহ কলিমের সঞ্চলনায় সূচনা বক্তব্য রাখেন, সমন্বয়ক কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান নুরুল আবছার, সমন্বয়ক মফিজুর রহমান মফিজ, গেষ্ট হাউজ মালিক সমিতির সাধারণ সম্পাদক, আবুল কাশেম সিকদার, বীর মুক্তিযোদ্ধা একে এম মনছুর উল হক, সাংবাদিক কামাল উদ্দিন রহমান পিয়ারু, মোশারফ হোসেন দুলাল, টুয়াকের আহবায়ক এম এ হাসিব বাদল, জেলা জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক, শফিউল্লাহ আনচারী, জাতীয় পার্টি নেতা নাজিম উদ্দিন নাজিম, জাসদ(আম্বিয়া-বাদল) সাধারণ সম্পাদক মোঃ আমান উল্লাহ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সম্ভুনাথ চক্রর্বতী, সিপিবি নেতা অনীল দত্ত, মঙ্গল পার্টির চেয়ারম্যান জগদী বড়–য়া পার্থ, পরিকল্পিত কক্সবাজার আন্দোলনের সমন্বয়ক আব্দুল আলীম, পৌর আওয়ামীলীগ নেতা সেলিম নেওয়াজ, প্রকাশ বেলাল উদ্দিন বেলাল, সাংবাদিক কল্লোল দে চৌধুরী, কক্সবাজার সোসাইটির প্রভাষক উজ্জল কান্তি দে, সাংবাদিক এইচ এম নজরুল ইসলাম, জাসদ নেতা মিজানুর রহমান বাহদুর, সমাজ সেবক ফরিদুল আলম, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি অর্পন বড়–য়া, জাতীয় ছাত্র সমাজ জেলা সভাপতি সোলতান মাহমুদ, শ্রমিক নেতা আব্দুল্লাহ প্রমুখ। সভায় বক্তরা বলেন, কক্সবাজারবাসীর রক্তের মধ্যে দিয়ে বির্তকিত ওরিনয়ন গ্রুপকে হোটেল শৈবালের জমি নিতে হবে। যে কোন মূল্যে ওরিয়ন গ্রুপকে প্রতিহত করবে এই জনপদের মানুষ। আগামী ৩১ জানুয়ারী কক্সবাজারবাসীর প্রাণের দাবী হোটেল শৈবাল ইস্যুতে অর্ধ দিবস হরতাল পালণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।