চকরিয়া অফিস:

শিক্ষা ও সমাজ সেবামূলক অরাজনৈতিক সংগঠন, জুভেনাইল ভয়েস ক্লাবের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও চকরিয়া উপজেলা কমিটির দ্বী-বার্ষিক সম্মেলন-১৮ গত ২৬ জানুয়ারী বিকাল ৩টায় চকরিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কেন্দ্রীয় কমিটির সি.যুগ্ম সাধারন সম্পাদক ও চকরিয়া উপজেলার সাবেক সিনিয়র সহসভাপতি সাঈদী আকবর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম সোহেল, প্রধান বক্তা ছিলেন জুভেনাইল ভয়েস ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রতিষ্ঠাতা এ.কে.এম রিদওয়ানুল করিম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন জুভেনাইল ভয়েস ক্লাব কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আকিত হাসেন সজীব।

বিশেষ অতিথি-চকরিয়া প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এ.কে.এম বেলাল উদ্দিন, চকরিয়া উপজেলা জাসদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু তাহের জ্বীন, জুভেনাইল ভয়েস কক্সবাজার জেলা সভাপতি রিয়াজ উদ্দিন বাপ্পী, সাধারণ সম্পাদক জামশেদ উদ্দিন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা সভাপতি তৌহিদুল আনোয়ার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাহিদ, চকরিয়া পৌরসভা কমিটির সভাপতি আরফাত মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক তানজীম হাসানসহ বিভিন্ন ইউনিটের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ও চকরিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভায় জুভেনাইল ভয়েস ক্লাবের ১০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে জুভেনাইল ভয়েস ক্লাব চকরিয়া উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। চকরিয়া উপজলা কমিটির নব-নির্বাচিত সভাপতি মোঃ জালাল উদ্দিন, সহ-সভাপতি:সাইফুল ইসলাম সাগর, সাধারন সম্পাদক:মোঃ রাসেল, যুগ্ম সাধারন সম্পাদক:মোঃ রুবেল, সাংগঠনিক সম্পাদক শাহেদুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সমপাদক:তারেক উদ্দিন শুভ। ঘোষিত উক্ত কমিটিকে আগামী ১ মাসের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি বরাবরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।