হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:
সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও গোল্ড মেডেল প্রদান, এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীণ বরণ এবং দোয়া অনুষ্টান সম্পন্ন হয়েছে।
জানা যায়, এ উপলক্ষ্যে ২৭ জানুয়ারী সকাল ১১টায় সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে এক সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উজ্জল ভৌমিক। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেন্টমার্টিনদ্বীপ বিএন ইসলামিক হাইস্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সভাপতি ও সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সেন্টমার্টিনদ্বীপ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার শামছুল ইসলাম, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর সেন্টমার্টিনদ্বীপ ষ্টেশন অফিসার। বক্তব্য রাখেন মেম্বার হাবিবুর রহমান প্রকাশ হাবিব খান, আবদুর রহমান মেম্বার, সহকারী প্রধান শিক্ষক শাহজালাল সরকার, অভিভাবক সদস্য ছৈয়দ আলম, সাবেক ছাত্র আয়াতুল্লাহ, আয়াজ উদ্দিন, পরিক্ষার্থী মোঃ আলম, নুর কালাম, মোঃ আলম, ১০ম শ্রেনীর ছাত্র মোঃ জাহেদ।
২০১৭ সালে অনুষ্টিত এসএসসি পরিক্ষায় এ স্কুলের পরিক্ষার্থী মোঃ আয়াজ ও এনামুল ইসলাম জিপিএ৫ পেয়েছিল। অনুষ্টানে প্রতিষ্টানের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থী ২ জনকে আনুষ্টানিকভাবে গোল্ড মেডেল দেয়া হয়। তাছাড়া ৬ষ্ট শ্রেনীতে ভর্তি হওয়া ৮০ জন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং পরিখ্ষার্থীদের সফলতা কামনা করে মুনাজাত পরিচালনা করেন ১০ম শেনীর ছাত্র রফিকুল ইসলাম। অনুষ্টান সঞ্চালনায় ছিলেন প্রভাষক আক্তার কামাল। বিভিন্ন প্রতিষ্টান প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী অনুষ্টানে উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।