মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার খুটাখালীতে বনবিভাগের অভিযানকালে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন স্থানীয় ৮নং ওয়ার্ড শিয়া পাড়া এলাকার মোক্তার আহমদের পুত্র হেলাল উদ্দিন (৩৫) ও একই এলাকার জামাল হোসেনের পুত্র মোঃ ফারুক (৩০)। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। গতকাল শনিবার বিকেল ৪টায় ফুলছড়ি রেঞ্জের আওতাধীন বদরগুনিয়া বিলে এঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনারদিন বিকেলে বর্ণিত এলাকার হেলাল উদ্দিন ও তার চাচাতো ভাই মোঃ ফারুক তাদের নিজস্ব জমিতে সেচ পাম্প থেকে পানি দিচ্ছিলেন। এসময় বিলের পার্শ্ববর্তী পাহাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বনবিভাগের লোকজন। অভিযানকালে বনবিভাগের লোকজন ও তাদের সাথে থাকা বহিরাগত সহযোগীরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। এদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হেলাল ও ফারুক। উপস্থিত লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থা আশংকাজনক দেখে তাদের চমেক হাসপাতালে প্রেরণের পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক।

এ ব্যাপারে ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা আবদুর রাজ্জাক অভিযানের কথা সত্যতা জানান। তবে গুলি চালানোর বিষয়ে অস্বীকার করেন তিনি।