সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেছেন, এলাকার শিক্ষার উন্নয়নের জন্য ভারুয়াখালী মুফিদুল উলুম দাখিল মাদ্রাসা সরকারী করন খুব জরুরী হয়ে পড়েছে। সে ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা করা হবে। ২৭ জানুয়ারি শনিবার বিকালের দিকে মাদ্রাসা প্রাঙ্গনে সংক্ষিপ্ত পথ সভায় তিনি এসব কথা বলেন। এর পূর্বে সাংসদ সাইমুম সরওয়ার কমল মাদ্রাসা স্থলে পৌঁছানোর সাথে সাথে মাদ্রাসার পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ফজলুল হক মেম্বারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি নুরুল হুদা মেহেদি, ভারুয়াখালী মুফিদুল উলুম দাখিল মাদ্রাসার সুপার হাফেজ নুরুল আমিন ও আহাম্মদ হোসেন, বদিউল আলম ও এমদাদুল হক প্রমুখ ।