মোস্তফা কামাল, ডুলাহাজারা:
চট্টগ্রাম কক্সবাজার মহা-সড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাই-ওয়ে পুলিশ প্রাইভেট কারে অভিযান চালিয়ে ১০ হাজার পিছ মরন নেশা ইয়াবা ট্যাবলেটের চালান উদ্ধার করেছে।

এ সময় ইয়াবা বহনকারী প্রাইভেটকারগাড়ি সহ ৩জন পাচারকারীকে আটক করতে পুলিশ সক্ষম হয়েছে। শনিবার (২৭ জানুয়ারী) দুপুর ১টার দিকে মহা সড়কের চকরিয়া উপজেলার খুটাখালী মেধা কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত পাচারকারীরা হলেন, কক্সবাজারের টেকনাপ উপজেলার মহুরী পাড়া এলাকার জহির আহামদের স্ত্রী আরেফা বেগম(৪০), তার ছেলে মোঃ আনাছ(২২) ও একই উপজেলার আলীয়াবাদ গ্রামের মোঃ নুরুল আলমের ছেলে প্রাইভেট কার চালক মোঃ গফুর আলম (৩০)। মালুমঘাট হাই-ওয়ে পুলিশে কর্মরত এস.আই মোঃ সেলিম মিয়া জানান, শনিবার দুপুর ১টার দিকে পাচারকারীরা টেকনাপ থেকে প্রাইভেট কারে করে ইয়াবার ১টি চালান নিয়ে পাচারের উদ্যেশ্যে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছেন।

এমন গোপন সংবাদ পেয়ে সংঙ্গীয় একদল পুলিশ সাথে নিয়ে মহা সড়কের মেধা কচ্ছপিয়া ঢালায় অবস্থান নিয়ে সূত্র মতে চট্ট-মেট্রো-গ ১১-৪৬৭৪ নং একটি নীল রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়িটির পেছনের সীটের নিছে ইয়াবা ভর্তি ১টি প্যাকেট পেয়ে বহনকারী কার সহ তাদের আটক করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাই-ওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ আলমগীর হোসেন জানান, প্রাইভেট কারে ১০ হাজার পিছ ইয়াবা নিয়ে আটক ৩ পাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাইভেট কারটি পাঁড়িতে জব্দ রাখা হয়েছে।