প্রেস বিজ্ঞপ্তি:
প্রতি বছরের মত এবারও অসহায় ও দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলো হেমন্তিকা সাংস্কৃতিক গোষ্ঠী। সাহিত্য-সাংস্কতিক কর্মকান্ডের পাশাপাশি দরিদ্রদের সহায়তায় কাজ করছে হেমন্তিকা। ২৭ জানুয়ারি শনিবার বিকাল ৩ টায় শহরের প্রধান সড়কের হোটেল আল-আমিন কমপ্লেক্সের ৩য় তলায় নিজস্ব কার্যালয়ে এ শীত বস্ত্র বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর পূর্বে আলোচনা সভায় অংশগ্রহণ করে অতিথিরা বলেন- মানবিক মূল্যবোধের মূল্যায়নই সংস্কৃতি কর্মীর প্রধান পরিচয়। অসহায় দরিদ্র মানুষের জন্য যে উদ্দ্যোগ ‘হেমন্তিকা’ হাতে নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। অতিথিরা সমাজের বিত্তবানদের এগিয়ে এসে দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় হেমন্তিকা’র কর্মী সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন জয় এর অকাল মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কউক সদস্য প্রকৌশলী বদিউল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ এর জেলা সভাপতি মোহাম্মদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক মুহাম্মদ আলী জিন্নাত। সংগঠনের সাধারণ সম্পাদক অনিল দত্ত স্বাগত বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠন ছায়ানীড়’র সাধারণ সম্পাদক কল্লোল দে চৌধুরী, পৌর-প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও হেমন্তিকা কর্মী সুজন দাশ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।