বিশেষ প্রতিবেদক
কলকাতার তপতী চ্যাটার্জী পুরস্কার পেলেন কক্সবাজারের তরুণ কবি ঈফতেখার ঈশপ। গতবছরে আগষ্টে পান্ডুলিপি আহবান করে দুই বাংলার তরুণ কবিদের কাছে। দীর্ঘ ৬ মাস পর নির্বাচিতদের নাম ঘোষনা করাহয়। বিচারকের দায়িত্বে ছিলেননা কলকাতার সত্তর দশকের খ্যাতিমান কবি গৌতম চৌধুরি ও সুব্রত সরকার এবং বাংলাদেশের কবি ফরিদ কবির। ‘না কবি না বৈঞ্চবী’ কব্য গ্রন্থ বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছেন ঈফতেখার ঈশপ। ওপার বাংলা থেকে নির্বাচিত হয়েছেন পশ্চিম বঙ্গে রঙ্গন রায়।
৭ফেব্রুয়ারি কলকাতার বই মেলার প্রেস কর্ণারে খ্যাতিমান প্রকাশনী ঐহিক প্রকাশন থেকে বই দুটির মোড়ক উন্মোচন করা হবে বলে জানান কর্তৃপক্ষ।
ঈফতেখার উদ্দিন মিল্টন এর ফেসবুক টাইমলাইনে কৃতজ্ঞতার দু’বাক্য:
আপনাদের সকলের ভালোবাসায় সিক্ত।আমি রাতে ক্ষেতে সেচ দিচ্ছিলাম। হঠাৎ একটা নাম্বার থেকে ফোন আসে।দেখে বুঝতে পারি নাম্বারটি বাংলাদেশের নয়। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে আসে ‘অভিনন্দন ঈফতেখার ঈশপ’ আপনি তপতী চ্যাটার্জী পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন। আমার বিস্মিয় বেড়ে যায়।কিছুক্ষণের জন্য অনড় হয়ে যাই। কেননা আমি এ ব্যাপারে কিছুই জানতাম না।আমি শুধু এটুকুই জানতাম আমার একটা কবিতার বই হতে যাচ্ছে ‘তৃতীয় চোখ’ প্রকাশনী থেকে।রুবেল দা আর আলী প্রয়াস দা’কে ফোন করার পর ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে স্বপ্নে কাটানো ক্ষণ গুলো। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা Ali Proyas দা, রুবেল সরকার দাদা কে। উনারাই ঐহিক পরিবারে আমার পান্ডুলিপি পাঠিয়েছিলেন। শুভেচ্ছা ঐহিক পরিবারকে।
আর তপতী দিদির প্রতি বিনম্র শ্রদ্ধা।
দিদি,আপনি বেঁচে থাকুন অনন্তকাল।উনার সম্পর্কে যতটুক জেনেছি,উনি মানুষ ছিলেন।মানুষ না হলে তো এতো ত্যাগ সম্ভব না।
‘কবি হওয়ার জন্য একটা জীবন যথেষ্ট নয়’ জীবনবাবু এই উক্তিটি খুব বিশ্বাস করি।তাই আনন্দে গা ভাসাতে রাজি না। আপনারা সবাই আমার জন্য দোয়া/আশির্বাদ /শুভকামনা করবেন যাতে একজন মানুষ হতে পারি।পা যেন মাটিতেই থাকে।গতানুতিক স্রোতে যাতে হারিয়ে না যাই।
পরিশেষে সকল শুভানুধ্যায়ীদের মঙ্গল কামনা করছি।
নতুন অফিস
ইসলামপুর, কক্সবাজার।
সাংবাদিক ইমাম খাইরের অভিনন্দন:
ইসলামপুরের কৃতি সন্তান মেধাবী লিখক ঈফতেখার উদ্দিন মিল্টন (ঈফতেখার ঈশপ) কলকাতার তপতী চ্যাটার্জী পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইসলামপুর নতুন অফিস এলাকার বাসিন্দা ইমাম খাইর। তিনি মিল্টনের আগামী দিনের আরো উজ্জ্বল সাফল্য কামনা করেন। সেই নির্বাচনে যারা সম্পৃক্ত ছিলেন সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
ঈফতেখার উদ্দিন মিল্টন
প্রকৃতিক সুন্দর্য্যে লীলা পর্যটন রাজধানী কক্সবাজারে শিল্পনগরী খ্যাত ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস গ্রামে ১৯৯১ সনে এই মেধাবী লিখকের জন্ম।
বাবা মরহুম আলী আহমদ। পরিবারে সাত ভাই বোনের সে সবারর ছোট।
শিক্ষাগত যোগ্যতা এল.এল.বি অনার্স।