সিবিএন:
উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে দুর্বৃত্তের হামলায় সিএনজি সমিতির নেতা শাহ আলম (৩৮) নিহত হয়েছেন। ২৬ জানুয়ারী রাত ৯ টার দিকে চিহ্নিত কিছু দুর্বৃত্ত মরিচ্যা পান বাজারে তার উপর লাটিসোটা নিয়ে হামলা চালায়। হামলায় গুরুত্বর জখম শাহ আলমকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত শাহ আলম রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি মৃত ঠান্ডা মিয়ার ছেলে। উখিয়া থানার ওসি আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে এঘটনায় বিক্ষুব্ধ সিএনজি সমিতির নেতা ও শ্রমিকরা মরিচ্যা বাজারে সড়ক অবরোধ করেছে। এতে কক্সবাজার-টেকনাফ সড়কে গাড়ী চলাচল বন্ধ রয়েছে। সিএনজি সমিতির সভাপতি আবুল হাশেম আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবী জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।