হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

টেকনাফের নাফ ট্যুরিজম পার্কে বিদ্যুৎ সংযোগ ও সাবরাং ট্যুরিজম পার্ক রক্ষা বাঁধের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ২৬ জানুয়ারী সন্ধ্যায় কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এসময় বেজার যুগ্ম সচিব সোহেলুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, টেকনাফ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম শহিদুল্লাহ, এমএম. বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের মো: ফায়জুল করিম রাশেদ, মো: জাহাঙ্গীর চৌধুরীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল ১০টায় সাবরাং ট্যুরিজম পার্ক রক্ষা বাঁধের উদ্বোধন করেন। এসময় তার সাথে বাংলাদেশ নৌ-বাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়া টেকনাফের সাবরাং ট্যুরিজম জোন থেকে উখিয়ার ইনানী পর্যন্ত বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য ফিনল্যান্ডের একটি বিশেষজ্ঞ টিম সরেজমিন পরিদর্শন এবং এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও বাহারছড়া ইউপি চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ এবং মতবিনিময় করেন।