সংবাদ বিজ্ঞপ্তি
ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর সাথে কর্পোরেট চুক্তি করেছে দেশের প্রথম ফিস একুরিয়াম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড।
শুক্রবার (২৬ জানুয়ারী) দুপুরে কক্সবাজার শহরের ঝাউতলাস্থ রেডিয়েন্ড প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে উভয়পক্ষ চুক্তিতে সই করেন।
এ সময় সরকারের নিবন্ধিত একমাত্র পর্যটকসেবী সংগঠন টুয়াকের পক্ষে সভাপতি এম. রেজাউল করিম এবং রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান চৌধুরী চুক্তিনামায় স্বাক্ষর করেন।
চুক্তিকালে রেডিয়েন্ট এর জি.এম নিজাম উদ্দীন, টুয়াকের যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান মিল্কি, সহ সম্পাদক নুর মোহাম্মদ মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফোরকান জুয়েল, পর্যটন বিষয়ক সম্পাদক বেলাল আবেদীন ভুট্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল মহাজন, প্রতিষ্ঠাতা সদস্য নাসির উদ্দিন, আরিফুর রহমান, রিয়াজ উদ্দীন, রিয়াজ তারেক, মো কাসেম, আবুল আলা মু ফারুক প্রমুখ।
কর্পোরেট চুক্তির আওতায় টুয়াকের সদস্যরা রেডিয়েন্ট এর টিকেট ও প্যাকেজ মুল্যের উপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবে।
ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন (টুয়াক) এর সাথে রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের কর্পোরেট চুক্তি
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
