শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:

কক্সবাজার সদরের ঈদগাঁও বাজারের ২ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৫ ও ২৬ জানুয়ারী পৃথক সময়ে তারা মৃত্যুবরণ করেন। জুমাবার সকাল ১১টা ও দুপুর ২টায় তাদের জানাযা পরবর্তী দাফন সম্পন্ন হয়েছে। তারা হলেন, ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার মাহমুদুর রহমান (৬০) ও ইসলামাবাদ পশ্চিম গজালিয়া এলাকার মৃত হাসমত আলীর পুত্র বাসস্টেশনস্থ ঈদগড় রাস্তার মাথার বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান প্রকাশ শফি। উল্লেখ্য, মাহমুদুর রহমান রাতে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে এবং শফিকুর রহমান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে ২ ব্যবসায়ীর মৃত্যুতে অপরাপর বাজার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।