শেফাইল উদ্দিন, কক্সবাজার সদর :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান প্রকাশ শফির নামাজে জানাযা সম্পন্ন হয়েছে। ২৬ জানুয়ারী সকাল ১১টায় ইসলামাবাদ পশ্চিম গজালিয়া মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। ২৫শে জানুয়ারী বিকাল ৪টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না………. রাজেউন)। হৃদরোগে আক্রান্ত হলে ঐদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ইসলামাবাদ ইউনিয়নের র মৃত হাসমত আলীর জৈষ্ঠ্য পুত্র ও ঈদগাঁও বাজারের সাবেক সেক্রেটারী ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচের সভাপতি মফিজুর রহমান মফিজের বড় ভাই। তিনি দীর্ঘদিন বাজার ও বাসস্টেশনে ব্যবসা-বাণিজ্যে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ইসলামাবাদ ইউনিয়ন ও ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী ও সহকর্মী রেখে যান। এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ ৯০ ব্যাচের উপদেষ্টা আমেরিকা প্রবাসী আজিজুল হক, উপদেষ্টা ইয়াছিন চৌধুরী পারভেজ, সৌদি প্রবাসী জাহেদুল হক ফরাজী, উপদেষ্টা চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের পরিচালক রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, উপদেষ্টা ছৈয়দ আকবর,উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, উপদেষ্টা এডভোকেট জসিম উদ্দীন, উপদেষ্টা ছুরত আলম, উপদেষ্টা এহেছানুল হক মিয়াজী, আজিজুর রহমান, মোহাম্মদ ইছমাইল, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মোনাফ সওদাগর, সহ-সভাপতি হুমায়ুন কবির ব্যাংকার, সহ-সভাপতি নুরুল হুদা জাপান, সহ-সভাপতি মমতাজুল হক, সহ-সভাপতি শিক্ষক মিল্টন পাল, সাধারণ সম্পাদক সাহাব উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আবদুল করিম, সহ-সাধারণ সম্পাদক মাষ্টার আবদুল করিম, অর্থ সম্পাদক নুরুর রহিম, সহ- অর্থ সম্পাদক মনজুর আলম সওদাগর, প্রবাসী কল্যাণ সম্পাদক আবু ছৈয়দ মিয়াজী, সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শেফাইল উদ্দীন, আইন বিষযক সম্পাদক মহিউদ্দীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রশিদ তারেক, অফিস সম্পাদক আবু তাহের, সদস্য যথাক্রমে শিক্ষক মনছুর আলম, দিদারুল ইসলাম, শহিদ উল্লাহ প্রমুখ। বিবৃতিদাতারা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।