সাইফুল ইসলাম:
কক্সবাজার কেন্দ্রীয় বাসটার্মিনাল সংলগ্ন নাফপাঞ্জাপাড়া থেকে ৮শ’ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলো-পৌরসভার দক্ষিণ পাহাড়তলী হালিমাপাড়ার মো. কাশেম এর ছেলে মো. ছৈয়দ আলম (৩৪) ও টেকনাফ উপজেলার কাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মো. আব্দুস শুক্কুর (৩২)। পরে আটককৃতদের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ কক্সবাজার সিপিসি ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।
কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, তাঁর নেতৃত্বে সদর উপজেলার নাফপাঞ্জাপাড়া জনৈক নিয়ামত উল্লাহর বাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয়কালে দুইজনকে আটক করা হয়।
শহরে ৮০০ ইয়াবাসহ আটক ২
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।