নুরুল কবির,বান্দরবান :
বান্দরবানের রাজবিলা ইউনিয়নের রাবার ড্যাম এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে গোপন খবর পেয়ে সেনা সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালানো হয় । সেনাবাহিনীর সদর জোনের কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান জানান। অভিযানের খবর জানতে পেয়ে সন্ত্রাসীরা দুটি মোটর সাইকেল যোগে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। তবে এসময় সন্ত্রাসীদের হাত থেকে গুলিসহ একটি এক নলা বন্দুক পড়ে যায়। পড়ে সেনা সদস্যরা সেখান থেকে গুলি ও বন্দুক উদ্ধার করেছে। তবে সন্ত্রাসীদের ধরতে সেনা সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে বলে জানান সেনাবহিনী।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।