এম.মনছুর আলম, চকরিয়া:
কক্সবাজারের চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে পরোয়াভুক্ত ২৪জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।ধৃত আসামীর মধ্যে ডাকাতি, সাজাপ্রাপ্ত, দাঙ্গা-হাঙ্গামা,মাদকসহ নানা অপরাধের দায়ে এসব আসামীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা জারি রয়েছে।
বুধবার দিবাগত রাত বারোটা থেকে পরদিন ২৫ জানুয়ারী বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালায় থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে,উপজেলার ১৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকায় চকরিয়া থানা পুলিশের কয়েকটি টিম ২৫জানুয়ারী বৃহস্পতিবার ভোর রাত্রে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.মিজানুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক(এস আই) অপু বড়ুয়া,এস আই আবদুল খালেকসহ থানার বেশ কয়েকজন এ এস আই সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে আদালতের পরোয়াভুক্ত ২৪আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।তৎমধ্যে কাকারা ইউনিয়নের বার আউলিয়া নগরের লিয়াকত আলী চৌকিদার পুত্র এক বছরের সাজাপ্রাপ্ত আসামী নাছির উদ্দিন(৩৫)কে এস আই অপু বড়ুয়া ও মাদকের দায়ে সাজাপ্রাপ্ত পাখি বেগম(৩৩) এস আই আবদুল খালেক নেতৃত্বে গ্রেপ্তার করেছে।এ ছাড়াও
পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে আরো ২২আসামী গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত এ সব আসামীর বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, বন লুটের মামলা,সাজাপ্রাপ্ত,দাঙ্গা-হাঙ্গামা,মাদক, মামলাসহ নানা অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়াভুক্ত ২৪জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃত এসব পরোয়ানাভূক্ত আসামীদের আদালতের মধ্যে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।